রূপগঞ্জে ৫০ হাজার পরিবারের দায়িত্ব নিল বসুন্ধরা

করোনাভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি ইউনিয়ন এবং দুটি পৌরসভার দিনমজুর, হতদরিদ্র, দুস্থসহ ৫০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল বসুন্ধরা গ্রুপ। এরই অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বসুন্ধরা গ্রুপের পক্ষে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবুল বাশার টুকু, ইউপি সদস্য মোশারফ হোসেন, মোয়াজ্জেম হোসেন, আব্দুল মতিন, মাসুম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, নবী হোসেন, আলেক, ছাত্রলীগ নেতা মাসুম চৌধুরী অপু প্রমুখ।

এ সময় আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন, ‘বসুন্ধরা গ্রুপ সব সময় দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসে। তাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবের নির্দেশক্রমে রূপগঞ্জের ৫০ হাজার দিনমজুর, দুস্থ পরিবারে প্রায় দুই লাখ লোকের খাদ্যসামগ্রী আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার লোকের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এসব খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আটা, আলু সাবান ও মাস্ক রয়েছে। রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক আরো বলেন, ‘রংধনু গ্রুপ এরই মধ্যে ২৫ হাজার লোকের খাদ্যসামগ্রী রূপগঞ্জে বিতরণ করছে।’

Please follow and like us:
Social media & sharing icons powered by UltimatelySocial